
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: অ্যাকাডেমি পুরস্কার- এর অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার সামিল হল প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি 'দ্য জেব্রাজ'। পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারীব হাসমি ও ঊষা বন্দ্যোপাধ্যায়। অস্কারের প্রধান প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবির, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে ছবিটি ।
ভবিষ্যত পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মানবতার মধ্যেকার আক্রমণাত্মক সহাবস্থান, তার মানবিক ও দার্শনিক বিভাজনের কাহিনী উঠে এসেছে ছবির প্রেক্ষাপট জুড়ে ।
“আমরা অত্যন্ত ভালবেসে, যত্ন নিয়ে এই ছবির কাজটা করেছিলাম । যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে আসে, আমি তখন থেকেই গল্পটার প্রতি আকৃষ্ট হয়েছিলাম । খুব ব্যস্ততার মধ্যে শ্যুট করেছিলাম আমরা, কিন্তু একজন শিল্পী হিসেবে খুব আনন্দ করে, উপভোগ করে কাজটা করেছি। আজ এত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে আমাদের এই ছবি। এইমুহুর্তে শ্যুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে । "
"আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আজকের দিনেই আমাদের জীবনের প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে। আমাদের ছবি এমন এক ভবিষ্যত পৃথিবীর কথা বলে যেখানে এই আর্টিফিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে। মানুষের জীবনে প্রযুক্তির এই প্রভাব কী হতে পারে, এই ছবি আমাদের দেখিয়ে দেবে। ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে। গোটা ছবিটা জুড়ে তাঁর একটি বিশেষ যাত্রা রয়েছে, যাকে অভিযান-ই বলা যায়। আজ অস্কার দৌড়ে সামিল আমাদের এই ছবি, আমি খুবই আশাবাদী, সকলের শুভকামনা কাম্য।”
অন্যদিকে পরিচালক অনীক চৌধুরী বললেন, “ 'দ্য জেব্রাজ' শুধু একটা ছবি নয়, এটা আমাদের সমকালীনতার দলিল । এই ছবি এমন এক সমাজের কথা বলে যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যের বিভেদটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে । অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল । সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই ।”
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম মেধা। এইমুহূর্তে সারা বিশ্বজুড়ে জোর চর্চায়। সমাজ যত ডিজিটাল হয়েছে, এআই নিয়ে পরীক্ষানিরীক্ষা তত বেড়েছে। বলা হচ্ছে, এই প্রোগ্রাম প্রথমে প্রচুর মানুষের কাজ কাড়বে। সভ্যতা সঙ্কটে পড়বে। ঠিকমতো ব্যবহার করা না হলে শান্ত সুন্দর সমাজকে করে কৃত্রিম মেধা তুলতে পারে নরক গুলজার। 'দ্য জেব্রাজ'-এর গল্পের সারবত্তা এটাই।
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!